Put your ad code here

HRM Password Recovery | HRM পাসওয়ার্ড রিকভারী | Easily Simple Way


HRM পাসওয়ার্ড রিকভারী-------------------------------------------------------------------------------

আপনার প্রতিষ্ঠানের এইচআরএম একাউন্টের পরিবর্তন জনিত কারনে যদি পাসওয়ার্ড ভূলে গিয়ে থাকেন তাহলে নিজেই উদ্ধার করুন। সেজন্য আপনার দরকার হবে একটি ইমেইল এড্রেস। এই ইমেইটি আপনার এইচআরএম একাউন্টে থাকতে হবে। আপনার প্রোফাইলে Contact Information এ আপনার মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস দেওয়া এখন বাধ্যতামূলক। এই ইমেইল এড্রেসের বক্সে আপনি আপনার একটি ব্যক্তিগত ইমেইল আইডি তৈরী করে এন্টার করে সেভ করে নিবেন। তবে পূর্বে কোন একাউন্ট এন্ট্রি করা থাকলে আর করার দরকার নেই।
যদি এইচআরএম এর প্রোফাইলে আপনার ইমেইল এড্রেস থেকে থাকে তাহলে, পাসওয়ার্ড ভূলে গেলে নিন্মোক্ত পদ্দতিতে উদ্ধার করুন:
আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত করে ডিজি হেল্থ এর ওয়েবসাইট ওপেন করুন। বাম পাশ থেকে মানব সম্পদ ডাটাবেজ/HRIS এর উপর ক্লিক করুন। নুতন একটি উইন্ডো ওপেন হবে। এখনে ইউজার নেইম ও পাসওয়ার্ড এর নিচে I forgot my password লিখাটির উপর ক্লিক করুন। নুতন একটি ঘর আসবে। এখানে আপনার এইচআরএম এ থাকা ইমেইল এড্রেসটি খালি বক্সে টাইপ করুন। এর পর Get Password লিখাটির উপর ক্লিক করুন।
এরপর আপনার ইমেইল এড্রেসটি লগইন করুন। ইনবক্সে দেখুন System থেকে একটি ইমেইল এসেছে। এর সাবজেক্ট থাকবে Account Password Recovery.
এই ইমেইলটি ওপেন করুন। মেইল বডিতে পাসওয়ার্ড রিকভারী করার জন্য একটি লিংক দেওয়া থাকবে। মেইল বডি থেকে এই লিংকে ক্লিক করুন। নুতন একটি উইন্ডো ওপেন হবে। এখানে উপরের বক্সে সতর্কতার সাথে নুতন পাসওয়ার্ড টাইপ করুন। এর নীচের বক্সে একই পাসওয়ার্ড আবার টাইপ করুন। মনে রাখবেন উভয় বক্সের পাসওয়ার্ড হুবহু একই হতে হবে।
এরপর Change Password এর উপর ক্লিক করুন। আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে।
নুতন দেওয়া পাসওয়ার্ড অবশ্যই কয়েক যায়গায় লিখে সংরক্ষণ করবেন।
* পাসওয়ার্ড রিসেট করতে বা উদ্ধার করতে হলে অবশ্যই আপনার এইচআরএম প্রোফাইলে Contact Information এ একটি ইমেইল এড্রেস দেওয়া থাকতে হবে।
* যাদের একাউন্ট এর ইউজার নেইম ও পাসওয়ার্ড ঠিক আছে তারা আজই এইচআরএম এর প্রোফাইলে Contact Information এর নিচে ইমেইল এড্রেস এর ঘরে আপনার ইমেইল এড্রেস টাইপ করে সেভ করে নিন। এতে ভবিষ্যতে আপনার ইমেইল এড্রেস ব্যবহার করে সব সময়ই পাসওয়ার্ড রিকভারী করতে পারবেন।


No comments:

Google Docs

Powered by Blogger.